
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি
দীর্ঘ প্রায় ১০ বছর অপেক্ষার পর ফনি মনসা জাতের একটি ক্যাকটাস গাছে ফুল ফুটেছে । মঙ্গলবার সন্ধ্যর পর প্রথম একটি ফুল ফুটে। পর্যায়ক্রমে গভীর রাতে আরো দুটি ফুল ফুটে গাছটির। জানা যায়, ক্যাকটাস গাছে ১০ বছর পরে ফুল ফোটার পর প্রতিবছরে পর্যায়ক্রমে ফুঁল ফুটে বলে জানান ক্যাকটাস গাছের মালিক ।
পঞ্চগড় সদর উপজেলার পূর্ব জালাসী এলাকার ইলিয়াস আলীর বাড়ির আঙিনায় একটি মনোসা জাতের ক্যাকটাস গাছে ফুলগুলো ফুটে। ইলিয়াস আলী মঙ্গলবার রাত ১১ টায় দৈনিক আলোকিত সকালকে জানান, প্রায় ১৬ বছর আগে তার বাবা মৃত আলহাজ্ব মো: আব্দুল আজিজ তাদের নিজ আঙিনায় ক্যাকটাসের চারা লাগিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি ক্যাকটাস গাছে ফুল ফুটতে দেখেন এবং তিনি লক্ষ্য করেন গাছে আরো ফুঁল ফোঁটার অপেক্ষায় রয়েছে। পরে রাতে আরো দুটি ফুল ফুটে।
অনুসন্ধানে জানা যায়, অদ্ভুত এ ধরনের উদ্ভিদ ক্যাকটাস পৃথিবীতে বিভিন্ন আকার-আকৃতির ক্যাকটাস রয়েছে। এরা সৌন্দর্যে অতুলনীয়। তাই ক্যাকটাসের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আজিজের মত অনেক প্রকৃতি প্রেমিক মানুষ বাড়ির আঙ্গিনায় বা ঘরের কোনে এ ধরনের গাছের ঠাঁই দেয়।







































