
বিশেষ প্রতিনিধি :ফেনী মডেল থানার অন্তর্গত এলাকায় ১৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে ফেনী মডেল থানাধীন কালিদহ ইউনিয়নের লালপোল স্টার লাইন পাম্পের সামনে স্থানীয় জনতা মো. মোস্তফা (৩০) নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।আটক ব্যক্তি মো. মোস্তফা (৩০), পিতা—মৃত আব্দুস সালাম ওরফে আবু বক্কর, মাতা—তাহেরা বেগম। তার স্থায়ী ঠিকানা ফুলগাজী থানার জিএম হাট, শ্রী চন্দ্রপুর এলাকায় এবং বর্তমান ঠিকানা ফেনী পৌরসভার সিরাজ কলোনী এলাকায়।পুলিশের তল্লাশিতে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১০টি নীল রঙের পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে ৯টি প্যাকেটে প্রতিটিতে ২০০ পিস করে মোট ১ হাজার ৮০০ পিস এবং অপর একটি প্যাকেটে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ১ হাজার ৯৯০ পিস, যার মোট ওজন প্রায় ১৯৯ গ্রাম।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন লাল রঙের ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ফেনী-ল-১১-৩৫৮৪।আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





























