
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ
আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ সোমবার সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সূর্যোদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, পৌর বিএনপি , আখাউড়ার সাংবাদিকরাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: সজিব মিয়া, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ছমি উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব ডা: খোরশেদ আলম, পৌর বিএনপির আহবায়ক মো: সেলিম ভুইয়া, সদস্য সচিব আক্তার খান, উপজেলা যুবদলের আহবায়ক মো: জাকির হোসেন, মুক্তিযোদ্ধা বাহার মিয়া, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো: মানিক মিয়া প্রমুখ।
পরে উপজেলা প্রশাসন মোগড়া দরুইন গ্রামে শহিদ সিপাহী মো: মোস্তফা কামালে সমাধিসহ গণকবর, মুক্তিযোদ্ধের স্মৃতি সম্বলিত সেনারবাদি, আজমপুর ও ধাতুরপহেলায় পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। শেষে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয়মেলার শুভ উদ্বোধন করে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। এবার মেলায় ২০টি স্টল রাখা হয়েছে।
এসব অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন ও সেক্রেটারী মো: বোরহান উদ্দিন খান।
দুপুরে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা হয়।
অন্যদিকে দিবসটি উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন হয়। বিকালে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।







































