
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে তাবলিগ জামাতের ইজতেমা ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে
আজ বৃহস্পতিবার বাদ ফজর বগুড়া মার্কাজের মুরুব্বি মুফতি মাসিহুর রহমান ইজতেমার উদ্বোধনী আম বয়ান প্রদান করেন।
ইজতেমার কর্মসূচি অনুযায়ী, সকাল ৯ ঘটিকায় মুফতি আলাউদ্দিন সাহেব তালিমের মওজু নিয়ে বয়ান করবেন। এরপর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে তালিম তাশকীলের আমল শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে।
এদিকে ইজতেমা শুরুর আগের রাতেই ইজতেমার ময়দান মুসল্লিদের উপস্থিতিতে ভরপুর হয়ে ওঠে। সৌদি আরব, সিরিয়া, পাকিস্তানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গতকাল থেকেই ইজতেমা ময়দানে এসে উপস্থিত হন।
মুসল্লিদের ব্যাপক সমাগমে সামিয়ানার ভেতরে জায়গা না থাকায় রাতেই অতিরিক্ত জায়গা বাড়ানো হয়। পাশাপাশি উপস্থিতি আরও বাড়তে থাকায় ময়দান সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাকরাইলের মুরুব্বিদের উপস্থিতিতে ইজতেমার বাকি সময়ের আমলের নেজাম তৌরি করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। ইনশাআল্লাহ, শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ইজতেমার কার্যক্রম অব্যাহত থাকবে।





























