
আনোয়ারা প্রতিনিধি :
উন্নয়ন ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করতে ‘মোমবাতি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান।
শনিবার (৩১ জানুয়ারি) আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সকাল থেকে দিনভর তিনি হাইলধর ইউনিয়নের তেকোটা, গুজরা, কুনিরবিল, হেটিখাইন, তালতল বাজার, পীরখাইন, দক্ষিণ ইছাখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি মিয়া হাজী দৌলত মাজার জেয়ারত করেন এবং হাইলধর, মালঘর বাজার ও খাসখামা এলাকাতেও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে এস এম শাহজাহান বলেন, “আনোয়ারা–কর্ণফুলীর সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনপ্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব। জনগণের অধিকার আদায়ে আমি সবসময় তাদের পাশে থাকব।”
তিনি আরও বলেন, “এই জনপদের মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ, জনগণের সমর্থনে মোমবাতি প্রতীক বিজয়ী হলে আনোয়ারা–কর্ণফুলী হবে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ।”
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, শাহজাদা আবদুল কাদের চাঁদমিয়া, কাজী মোহাম্মদ খোরশেদুল আলম, কাজী রফিকুল ইসলাম আনোয়ারি, মাওলানা আনোয়ারুল আজিম, মোরশেদ আলম মুন্সী, মাওলানা মুফিজ উল্লাহ, এস এম সিরাজুল মুনির, এস এম সাইফুল্লাহ ফারুক, কাজী মোহাম্মদ আলী, আবদুল করিম, ওবায়দুল হক টিটু, ইদ্রিস মিয়া, এস এম গোফরান, হাফেজ আনিছসহ স্থানীয় সুন্নিজোটের নেতাকর্মী ও সমর্থকরা।




























