
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দ্বীপাঞ্চল কালাপাহাড়িয়ায় শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্যসেবা ও কৃতিসন্তানদের স্বীকৃতি প্রদানের এক উৎসবমুখর দিন কেটেছে। সামাজিক সংগঠন কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্যাডারে কর্মরত ১১ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রায় ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ দিন অংশ নিয়ে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
একই অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে ছিলেন মো. আল আমিন, মো. কামাল হোসেন, ডা. আমিনুল হক, ডা. আনোয়ার উল্লাহ আপেল, ডা. মোহাম্মদ রাসেল, ডা. জান্নাতুল নাদিয়া, ডা. লুৎফুল হাসান শোভন, মো. মহিউদ্দিন, মো. রাকিব হোসেন, মো. শেখ ফরিদ এবং মো. মাইনুদ্দিন।
এছাড়াও, গতবছর এলাকা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি হওয়া ৬ জন শিক্ষার্থীকেও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থপেডিক ডাক্তার আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাওলানা শামসুল হক প্রমুখ।
সংগঠনটি এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে সুস্থ রাখার পাশাপাশি কৃতিসন্তানদের স্বীকৃতি দিয়ে সমাজে ইতিবাচক উদ্দীপনা সৃষ্টি করতে চায়।




































