
মোঃ জমশেদ আলী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন এবং র্যালি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহাবুব হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম ও বাগাতিপাড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মান্নান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। সরকারি সেবা গ্রহণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের পাশাপাশি যুবসমাজকে নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।





























