
মোঃ জমশেদ আলী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় ৭ম জাতীয় ভোটার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলার বড়াল সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে ৭ম জাতীয় ভোটার দিবসের এসব কর্মসূচীতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।







































