
মোঃ জমশেদ আলী বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত হিসাবরক্ষণ অফিসে চুরির ঘটনা ঘটেছে। জানালার লক ভেঙে ভেতরে থাকা দুটি কম্পিউটারের মনিটর নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে কোনো এক সময় এ চুরি সংঘটিত হয়। পরদিন রবিবার (৪ জানুয়ারি) সকালে অফিস খুলতে এসে চুরির বিষয়টি ধরা পড়ে।কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দাপ্তরিক কার্যক্রম শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা অফিস কক্ষ তালাবদ্ধ করে চলে যান। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিস বন্ধ ছিল। রবিবার সকালে অফিস সহায়ক রেজাউল করিম কক্ষের দরজা খুলে জানালার পর্দা এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খেয়াল করে দেখেন, জানালার লক ভাঙা এবং অফিসের দুটি ডেস্কে থাকা কম্পিউটারের মনিটর নেই। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন।খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পরামর্শ অনুযায়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম জানান, তিনি বর্তমানে নলডাঙ্গা ও বাগাতিপাড়া—দুই উপজেলার দায়িত্বে রয়েছেন। চুরির বিষয়টি তিনি অফিসের স্টাফদের মাধ্যমে জানতে পেরেছেন। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে উপজেলা চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























