
তপন চক্রবর্তী
বান্দরবন শহরের বাস স্টেশন এলাকায় শিশুরা খেলতে গিয়ে দুটি পরিত্যক্ত টিয়ারশেল কুড়িয়ে পেয়েছে। পরে তা বাস স্টেশন সংলগ্ন ট্রাফিক পুলিশের সদস্যের নিকট হস্তান্তর করে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে পুলিশ খবর পেয়ে টিয়ারশেল দুটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। এগুলোর মধ্যে একটি সক্রিয় অন্যটি নিষ্ক্রিয় ছিলো।
শিশু মুক্তাসিন ও রবিউল বলেন, আমরা খেলতে গিয়েছিলাম সেখানে দেখতে পায় একটি শপিং ব্যাগ। শপিং ব্যাগটা আমরা একটা কাঁচি দিয়ে কেটে খুলি দেখি। একজন হঠাৎ ভিতরে থাকা বস্তুটি দেখতে পেয়ে বলতে থাকে ককটেল ককটেল পরে আমরা বাস-স্টেশনে এসে পুলিশের কাছে শপিং ব্যাগটা হস্তান্তর করি।
পরে পুলিশ টিয়ারশেল দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে ডুবিয়ে রাখে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, উদ্ধার হওয়া টিয়ারশেল দুটি পুলিশের নিত্য দিনের ব্যবহার করা আইটেম। এগুলো মূলত মব ছত্রভঙ্গ ও উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণ করতে পুলিশ ব্যাবহার করে। গত ৫ আগস্ট ২৪ইং যেহেতু বান্দরবান থানাসহ কোনো পুলিশ ফারি আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হয়নি, সেহেতু গ্রেনেডগুলো বান্দরবান পুলিশের নয়। তিনি আরো বলেন তবে এগুলো অন্য কোথাও থেকে হারিয়ে গিয়েছিলো বা লুট করে এখানে এনে ফেলে গেছে। এতে আসন্ন নির্বাচনে কোনপ্রকার প্রভাব পড়বে না বলে দাবি করেন তিনি।




























