
বাংলা আমার
বিলকিস নাহার মিতু
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার সব,
বাংলাতে কই মনের কথা
করি কলরব।
বাংলা আমার তৃপ্তি মেটায়
সিক্ত করে বুক,
বাংলাতে দেই হাজার স্লোগান
দাঁড়িয়ে সম্মুখ।
বাংলা আমার মান-অভিমান
বাংলাতে পাই সুখ,
বাংলা ভাষার জন্য মোদের
গর্বে ফুলে বুক।







































