
এস এম খলিলুর রহমান (রাজু) বিশেষ প্রতিনিধি ॥
হবিগঞ্জের বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি শরীফ আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করলে অপরাধ দমন আরও সহজ হবে। বানিয়াচংকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, সাধারণ জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা তাঁর প্রধান লক্ষ্য। থানায় আগত ভুক্তভোগীরা যেন দ্রুত ও ন্যায়সঙ্গত সেবা পান, সে বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন এবং তথ্য আদান-প্রদানে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান।
সাংবাদিকরা মাদক, চুরি, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ওসির দৃষ্টি আকর্ষণ করেন।
মতবিনিময় সভা শেষে নবাগত ওসি বলেন, তিনি সবসময় সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবেন এবং যে কোনো যৌক্তিক বিষয়ে গঠনমূলক পরামর্শ গ্রহণ করবেন।
এ সময় বক্তব্য রাখেন, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ কবিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন প্রমুখ।
এছাড়া বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি মাওলালানা আতাউর রহমান, এস আই আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, সাংবাদিক শেখ যোবায়ের আহমদ, এস এম খলিলুর রহমান রাজু, আরিফুল রেজাসহ বানিয়াচংয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।





























