
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সংগঠনের সভাপতি সোহরাব হোসেন লাইজু ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম যৌথভাবে এই শোক জ্ঞাপন করেন।
শোকবার্তায় নেসকোর সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শোক বার্তায় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তার মৃত্যুতে দেশ একজন সুযোগ্য অভিভাবক এবং মহীয়সী নারীকে হারাল। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে তার আপোষহীন সংগ্রাম এদেশের মানুষের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।"
তিনি আরও উল্লেখ করেন, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং-২২৩৭) সকল স্তরের নেতৃবৃন্দ আজ শোকাহত। সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
পরিশেষে মহান আল্লাহর দরবারে মরহুমার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন তিনি।
উল্লেখ, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।







































