
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ উপলক্ষ্যে বের হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জের লেখক মোহাম্মদ আব্দুল আজিজ’র নতুন ছড়াগ্রন্থ ‘শ্রেষ্ঠ ছড়ার বই’। বইটি প্রকাশ করেছে সিলেটের দর্পণ প্রকাশ। লেখকের রচিত শ্রেষ্ঠ ছড়াসমূহ নিয়ে প্রকাশিত বইটিতে ছোটবড় দেড়শোটির অধিক ছড়া রয়েছে। এছাড়া বইটির পাতায় পাতায় যোগ করা হয়েছে অভিনব চার লাইনের ‘মধুছন্দ’ শিরোনামে আরও শতাধিক ছোট্ট ছড়া। ১৬০ পৃষ্ঠার বইটির দাম ধরা হয়েছে ৪০০ টাকা। সব বয়সের উপযোগী এ বইটি এবারের বাংলা একাডেমির বইমেলায় রৌদ্রছায়া প্রকাশনীর ৫৫৫ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি হবিগঞ্জ সদরের অবদান ফটোস্ট্যাট ও স্টুডেন্টস লাইব্রেরিসহ ঢাকার লেখাচিত্র প্রকাশনী, অনলাইন বুকশপ রকমারি ও বইফেরী থেকে ছাড়মূল্যে সংগ্রহ করা যাবে।
ইতিপূর্বে লেখকের ‘ছড়ার ঘড়া উপুড় করা’ ছড়াগ্রন্থটি বেশ সাড়া জাগায়। ‘শ্রেষ্ঠ ছড়ার বই’ তার তৃতীয় ছড়াগ্রন্থ। লেখকের ছড়াগ্রন্থ ‘আমার মায়ের হাসি’ ও গীতি কাব্যগ্রন্থ ‘সুরের তরী’ উল্লেখযোগ্য।







































