
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উদ্যোগে বগুড়া জেলার আদমদিঘী থানাধীন বিহী গ্রাম বাজার এলাকায় মাদকবিরোধী বক্তব্য প্রদান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে ডিএনসি কর্মকর্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়—একটি পরিবার, সমাজ ও পুরো জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন। এ সময় মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হলে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখা সম্ভব হবে।
বিহী গ্রাম বাজারের এক ব্যবসায়ী বলেন,“বাজারে খোলা মনে ডিএনসি এভাবে এসে কথা বলায় মানুষ সচেতন হচ্ছে। নিয়মিত হলে মাদক ব্যবসায়ীরা সাহস পাবে না।”
ডিএনসি কর্মকর্তারা পরে বাজার এলাকায় ঘুরে সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সতর্কতামূলক লিফলেট বিতরণ করেন।
জানতে চাইলে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক একজন মানুষকে শেষ করে দেয় না—এটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। শুধু অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়, প্রয়োজন মানুষের সচেতনতা ও সামাজিক প্রতিরোধ।”
তিনি আরও বলেন,“যারা মাদক ব্যবসা করে তারা সমাজের শত্রু। মাদকের সঙ্গে জড়িতদের কোনো পরিচয় থাকতে পারে না। আপনারা তথ্য দিলে আমরা পরিচয় গোপন রেখে কঠোর আইনগত ব্যবস্থা নেব।”
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,“সন্তানের আচরণ ও চলাফেরার দিকে নজর রাখুন। মাদক শুরু হয় কৌতূহল থেকে, কিন্তু শেষটা হয় ধ্বংস দিয়ে।”
ডিএনসি বগুড়া কার্যালয় সূত্র জানায়, জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





























