
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ সাতজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে দুপচাঁচিয়া থানাধীন বিভিন্ন এলাকায় ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল, অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজা ও ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেফতার করা হয়।
এ সময় বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষ প্রমাণিত হওয়ায় ১ জনকে ৬ মাস, ৩ জনকে ৩ মাস,১ জনকে ৫ মাস, ১ জনকে ৩ মাস এবং ১ জনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া আসামিদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ডও প্রদান করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন,“মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে এই সর্বনাশা পথ থেকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।”
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ডিএনসি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের ছাড় নেই। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত ও সমন্বিত অভিযান চলমান রয়েছে। জনগণের সহযোগিতা পেলে খুব দ্রুত এই জেলায় মাদকের বিরুদ্ধে দৃশ্যমান পরিবর্তন আসবে।”





























