
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহী ব্যুরো: বগুড়ায় ২০০ গ্রাম গাঁজাসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর ) দুপুর আড়াই টার দিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অভিযানে আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা সুলতানা’র নেতৃত্বে ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, বগুড়া জেলার আদমদীঘি থানাধীন শাউল হিন্দুপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)।
গ্রেফতারকৃত সাব্বিরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা সুলতানা বলেন,“মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
ডিএনসি বগুড়ার জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক নির্মূলে ডিএনসি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমেই মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।”





























