
স্টাফ রিপোর্টার;
সুনামগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আবেগের সঙ্গে প্রকাশ করা হয়েছে। আজকের দিনটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়,বরং স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করা বীর শহিদদের প্রতি দেশের মানুষের চিরন্তন শ্রদ্ধার প্রতীক।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর)ভোরের প্রথম আলোয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক,ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। মুহূর্তটি ছিল আবেগ আর গৌরবের এক অনন্য মিলনক্ষেত্র।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন,পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পালসহ অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে জেলা পর্যায়ের সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রতিটি পুষ্পস্তবক যেন বীর শহিদদের আত্মত্যাগের গল্পকে জীবন্ত করে তুলে, উপস্থিত সবার মনে আবেগের ঢেউ তোলে।
স্থানীয়রা বলেন,বীর শহিদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশে বেঁচে আছি। তাদের ত্যাগের স্মরণ আমাদের নৈতিক দায়িত্ব এবং গর্বের উৎস।
মহান বিজয় দিবস–২০২৫ শুধু অতীতের স্মৃতি নয়, এটি আমাদের জন্য স্বাধীনতার মূল্যে আত্মত্যাগ, দেশপ্রেম ও অটল সাহসের এক চিরন্তন শিক্ষা। সুনামগঞ্জ আজ শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতার আবেশে উদ্ভাসিত হয়েছে।





























