
স্টাফ রিপোর্টার:
স্যুইডেন প্রবাসী বিএনপি নেতা মাহবুব আলম দেশে ফিরে নিজের জন্মভূমি বংশীকুন্ডা বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত দিনব্যাপী গণসংযোগে তিনি এলাকার উন্নয়ন, জনসেবা এবং দায়িত্ববোধের অঙ্গীকার ব্যক্ত করেন।
চাপাইতি গ্রামের কৃতি সন্তান মাহবুব আলম বংশীকুন্ডাবাসীর উদ্দেশ্যে বলেন,আপনাদের পাশে দাঁড়িয়ে আমি গর্ব অনুভব করছি। বংশীকুন্ডা শুধু একটি ইউনিয়ন নয়,এটি আমাদের শেকড়,আমাদের পরিচয়,আমাদের স্বপ্নের ঠিকানা। আপনারাই আমার শক্তি,আপনারাই আমার অনুপ্রেরণা।
তিনি আরও বলেন,আমাদের এলাকায় শিক্ষা, স্বাস্থ্য,যোগাযোগ,কৃষি উন্নয়ন এবং যুবশক্তির কর্মসংস্থান এই প্রতিটি ক্ষেত্রেই উন্নতির অপার সম্ভাবনা রয়েছে।এই সুযোগ কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ,শান্তিপূর্ণ ও নিরাপদ বংশীকুন্ডা গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
মাহবুব আলম প্রতিশ্রুতি দেন এলাকার উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখবেন।শিক্ষার মান উন্নত করা হবে এবং নতুন প্রজন্মকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।নারীদের নিরাপত্তা, সম্মান ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।
কৃষক,শ্রমিক,দিনমজুরসহ সব শ্রেণির মানুষের অধিকার রক্ষায় নিবেদিতভাবে কাজ করা হবে।তিনি বলেন,আমি ক্ষমতা চাই না,আমি দায়িত্ব চাই। আপনারা যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে আমি আপনাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখব।
এসময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম, সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইকুল ইসলাম, বিএনপি নেতা আবুল কাশেম সহ স্থানীয় নেতাকর্মীরা।
দিনব্যাপী গণসংযোগে এলাকার মানুষ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে নতুন উদ্দীপনা ও আশা তৈরি হয়েছে। এলাকাবাসী বিশ্বাস করেন, মাহবুব আলমের নেতৃত্বে বংশীকুন্ডা আরও উন্নত ও সমৃদ্ধ হয়ে উঠবে।





























