
বিশেষ প্রতিনিধি -ঃ
একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফুর রহমানকে বদলি জনিত বিদায়ী শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বোয়ালখালী থানায় অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী সংগঠক, কবি ও সাংবাদিক শ্রী বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল ও শিক্ষা অনুরাগী সাগর নাথ প্রমুখ।
এ সময় বোয়ালখালী থানায় অফিসার ইনচার্জ হিসেবে দ্বায়িত্ব পালনকালে (ওসি) মোঃ লুৎফুর রহমানের সততা ও নিষ্ঠার কথা তুলে ধরে বিপ্লব জলদাস বলেন বোয়ালখালীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং তাঁর সুদক্ষ নেতৃত্ব ও অবদানের কথা বোয়ালখালীবাসী আজীবন মনে রাখবে।
তাঁর পরবর্তী কর্মস্থল কুমিল্লা জেলার বুড়িচং থানায়। তিনি নতুন দায়িত্বে আরও সফলতা অর্জনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল সহ তার কর্মময় জীবনের সফলতা কামনা করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।





























