
বিশেষ প্রতিনিধি -:
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বোয়ালখালী পৌরসভার বহদ্দারপাড়া ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোমদন্ডী পাইলট মডেল স্কুল সেন্টার কমিটির আহ্বায়ক মোঃ বশির আহমেদের ব্যবস্থাপনায় বহদ্দারপাড়া তাজন বিবি জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (০৫ ডিসেম্বর) বাদে জুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মোহাম্মদ জসিম, দিদারুল ইসলাম, মোঃ মোকারম, শহিদুল ইসলাম, মোঃ আফসার, নুর মোহাম্মদ, মোঃ আরিফ, মোঃ সেলিমসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ৬নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা।
(চান্দগাঁও-পাঁচলাইশ-বায়েজিদ আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিল এবং মোনাজাত পরিচালনা করেন বহদ্দারপাড়া তাজম বিবি জামিয়া মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ নুরুল আবছার।
এ সময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। আজ আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেছি। আল্লাহ যেন তাকে শিগগির সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন।





























