
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -ঃ
বাঙালি বৌদ্ধদের প্রথমার্ধের দিকে হাতেগোনা কয়েকজন বুদ্ধ কীর্তন শিল্পী ও সরকারী চাকুরীজীবিদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব লেখক-কীর্তনশিল্পী-ডাকপরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া র ২৪তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে পুণ্যদানানুষ্ঠান ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। প্রয়াতের ৪র্থ পুত্র সাংবাদিক অধীর বড়ুয়া ও পুত্রবধূ নারীনেত্রী ইলা বড়ুয়ার আয়োজনে তাদের বাসায় এ উপলক্ষে এক অষ্টউপকরণসহ সংঘদান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কৃতি ভিক্ষু ও শাকপুরা লালচাঁদ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপাল থেরো বিএ অনার্স এমএ( ইংরেজি)'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অপর কৃতি বৌদ্ধ ভিক্ষু ও শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় থের। এতে আশির্বাদক ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাংঘিক ব্যক্তিত্ব রাউজান উপজেলার জয়নগর সুদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবমিত্র থেরো। প্রধান ধর্মদেশক ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি বৌদ্ধ ভিক্ষু ও গোমদন্ডী সার্বজনীন জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত মুদিতানন্দ থেরো। শাকপুরা লালচাঁদ বাড়ীর বিশিষ্ট সমাজসেবক ও শ্মশানবন্ধু বাবু সৌরভ বড়ুয়ার পঞ্চশীল প্রার্থণায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি পল্টু কান্তি বড়ুয়া, শাকপুরা লালচাঁদ বাড়ী সার্বজনীন শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বাবু অনুপম বড়ুয়া সেতু, প্রয়াতের বড় কন্যা শিপিং কর্মকর্তা প্রয়াত কল্পনা বড়ুয়ার একমাত্র ছেলে বিশিষ্ট সমাজ ও সংগঠক বাবু সঞ্চয়ন বড়ুয়া, শাকপুরা লালচাঁদ বিহার সেবা ও উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পুলিশ কর্মকর্তা বাবু পিটু বড়ুয়া, বিশিষ্ট সমাজ সেবক ও শ্মশান বন্ধু বাবু বিকাশ বড়ুয়া, সমাজ কর্মী উত্তম বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কর্মকর্তা ডা:সৌরভ বড়ুয়া মামুন, মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুন সংঘের সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়া, সমাজকর্মী বাবু অনিক বড়ুয়া। সভাশেষে প্রয়াত শ্বশুরপিতা লেখক-কীর্তনশিল্পী-ডাকপরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ কামনা ও শ্বাশুরী মাতা শতবর্ষী বয়সী ধার্মিক উপাসিকা মনিবালা বড়ুয়ার নিরোগ ও সুস্থ জীবন কামনায় পুজনীয় ভিক্ষু সংঘের হাতে অষ্ট উপকরণ দান করেন পুত্র বধূ নারীনেত্রী ইলা বড়ুয়া।





























