
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা বসছে। এটি বর্তমান ইসির নবম কমিশন সভা।
ইসির উপসচিব (সংস্থাপন) শাহ আলম স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে নির্বাচন ভবনে তার সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় ইসির অন্যান্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইসি সূত্র জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করে ইসি। আচরণ বিধিমালার বিষয়ে ইসির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে লিখিত মতামত দেওয়া হয়েছে। এছাড়া গত ১০ জুলাই অষ্টম কমিশন সভায় আরপিও সংশোধনী চূড়ান্ত করার কথা থাকলেও সময়াভাবে সেদিন বিষয়টি আলোচনায় আসেনি।







































