
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান জানিয়েছেন, বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পরিষ্কার–পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহমুদুল হাসান। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তিনি। আজ শনিবার সকালে রাজধানীর শনির আখড়ায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এ কথা বলেন দক্ষিণ সিটির প্রশাসক।
মাহমুদুল হাসান ভরেন, জরিমানা কোনো সমাধান নয়, প্রয়োজন জনসচেতনতা। এডিস লার্ভা প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তারই অংশ হিসেবে আজ ৪০০ পরিচ্ছন্নতাকর্মী এই অভিযানে অংশ নেয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাল ও নর্দমাগুলো নিয়মিত পরিষ্কারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার কারও মৃত্যু হয়নি। তবে এদিন সারা দেশে ৪৬০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে ৭১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন ও সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।







































