
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন সাবেক জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদ রিয়াদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী কমিটির সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ৯ করা হয়।
সম্প্রসারিত কমিটিতে তাসকিন আহমেদ রিয়াদকে অন্তর্ভুক্তির নথিতে স্বাক্ষর করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব, অতিরিক্ত দায়িত্ব) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।
খেলোয়াড় জীবনে জাতীয় পর্যায়ে ক্রিকেটে অংশ নেওয়া তাসকিন আহমেদ রিয়াদ এবার প্রশাসনিক পর্যায়ে দায়িত্ব পেলেন। নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন— “চাঁদপুরের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। জেলার স্টেডিয়াম ও মাঠ উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখতে চাই। পাশাপাশি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে ক্রীড়াক্ষেত্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে চাই।”
চাঁদপুরের ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্তদের প্রত্যাশা, এ্যাডহক কমিটির নতুন সংযোজন জেলার খেলাধুলায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং তরুণ প্রজন্মকে আরও বেশি খেলাধুলায় সম্পৃক্ত করবে।







































