
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে পূবালী ব্যাংক পিএলসি’র ৫১৭তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে চাটখিল শাখার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও নোয়াখালী অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সরদার।
চাটখিল শাখা ব্যবস্থাপক নাঈমুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের অধ্যক্ষ মো. শওকত ইকবাল ফারুকী, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোক্তার হোসেন।
ব্যাংকের জুনিয়র অফিসার কামরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইজদী বাজার শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক আকবর হোসেন, সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, আমানা হজ গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম, নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা ফয়েজুল ইসলাম, ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রহমত উল্লাহ, সাবিহা ফার্নিচারের স্বত্বাধিকারী শহিদুল আলম বিপ্লবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, চাটখিলে পূবালী ব্যাংকের নতুন এই শাখা চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এলাকার সার্বিক আর্থসামাজিক উন্নয়নে এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন চাটখিল শাখার অপারেশন ম্যানেজার ইসমাইল হোসেন। পরে অতিথিরা ফিতা কেটে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।





























