
মোঃ নিয়াজ মাখদুম, চবি
গতকাল (বৃহস্পতিবার) দুপুরে বন্ধুদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় গোসল করতে এসে "জুনায়েদ হোসেন" নামে হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সাথে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেড়াতে আসেন জুনায়েদ, দুপুর ১২ টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হয়।
একপর্যায়ে জুনায়েদের সাথে আসা বন্ধুরা তাকে আশেপাশে দেখতে না পেয়ে ঝর্ণায় ও আশেপাশের পাহাড়ে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান না পেয়ে শহরে চলে যায়। এবং বিকেলে জুনায়েদের বাবা-মাকে সাথে নিয়ে এসে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবহিত করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ফায়ার সার্ভিসের সহায়তায় রাত ৯ টায় ঝর্ণা থেকে ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বললে তারা দৈনিক আলোকিত সকালকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রাতের মধ্যেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান।





























