
সুজন তালুকদার
ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ নতুন রূপে পূর্ণনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা আনুষ্ঠানিক ভাবে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য নাজমুল ইসলাম মিলাদ।মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে মহব্বতপুর জামে মসজিদের ইমাম হাফিজ সিরাজুল হক,মোতাওয়াল্লি আব্দুল মতিন, গ্রামের মুরুব্বি আফরোজ আলী,ইউসুফ আলী,হবিবুর
রহমান,শহিদ উল্লাহ,আব্দুস শহীদ,আসক আলী,গৌছ আলী,প্রবাসী শামীম আহমদ, ওয়াহিদ আলী,ইনছান আলী,আবুল বাশার মুন্না,শিক্ষক জালাল আহমদ,ব্যবসায়ী সেলিম আহমদ,নুরুল আমীন,বিলাল আহমদ, রফিক মিয়া,উকিল আলী,আল আমীন,দিলদার আহমদ,এমরান আহমদ,রমজান আলী,আকবর আলী,আহসান আলী,ওয়াইদুল্লাহ,তালেব আহমদ,সাবাজ আলী,জুবায়ের আহমদ, পরিশেষে মোনাজাত করেন হাফিজ সুমন আহমদ। চলমান কাজ থাকায় বর্তমানে পুরাতন মসজিদ ভেঙে নতুন করে কাজ শুরু করায়
মহব্বতপুর গ্রামের মুসল্লীগণ খুরমা উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে নিয়মিত নামাজ আদায় করে আসছেন দীর্ঘ দিন ধরে।
দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নির্মাণ কাজে ইউনিয়ন পরিষদের তহবিল থেকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। গ্রামবাসী জানান সকল প্রবাসী ও গ্রামবাসীর অর্থায়নে কাজ শুরু হয়েছে, পুর্ণনির্মানে সমাজের দানশীল ও বৃত্তবান সকলকে এগিয়ে আসার আহ্বান,আপনার দান মসজিদ নির্মাণে বড় ভূমিকা রাখবে।
রূপালী ব্যাংক লিমিটেড হিসাব, একাউন্ট নাম্বার 2105010008587
বিকাশ (Bkash): 01715-574550
01715-719236,আসুন, আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণ করি।





























