
আ চিরিরবন্দরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশ আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর জেলার (চিরিরবন্দর-খানসামা) কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয়, চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও জে. বি. উচ্চ বিদ্যালয় এই তিনটি কেন্দ্রে প্রায় ৩,০০০ (তিন হাজার) ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে।
সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময় অনুযায়ী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সার্বিক তদারকিতে শিক্ষকবৃন্দ ও আয়োজক কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই এই বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এদিকে অভিভাবকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেহের হোসেন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও চিরিরবন্দর-খানসামা বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট এ্যাসোসিয়েশন এর সভাপতি মিজানুর রহমান বলেন, এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে এবং পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত পরীক্ষা নির্ভর হলেও, শিশুদের যদি উৎসাহ, অনুপ্রেরণা ও আনন্দের পরিবেশে রাখা যায়, তবে তারা স্বতঃস্ফূর্তভাবে পড়াশোনায় আগ্রহী হয়ে উঠবে এবং কোনো ধরনের মানসিক চাপ অনুভব করবে না"।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিদ্যালয়ে সরকার কর্তৃক প্রকাশিত পাঠ্যপুস্তক অধ্যয়ন করে থাকে। বছরের শেষে, অর্থাৎ অক্টোবর মাসে, একটি সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে (বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বা ও বি প) পরীক্ষার মাধ্যমে মূল্যায়ণ করা হয় এবং সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২০%কে বৃত্তি প্রদান করা হয়"।
প্রতিবারের ন্যায় এবছরও বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট এ্যাসোসিয়েশন এর সার্বিক তত্বাবধানে চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে এই বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয় ভিত্তিক এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধাকে যাচাই করতে পারে৷ তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। এই জন্য শিক্ষার্থীরা বইমুখি হয়৷
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ক্ষুদে পরীক্ষার্থীরা জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে তারা খুবই খুশি ও আনন্দিত।
পরীক্ষা শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ ও ক্রেষ্ট উপহার দেওয়া হবে।





























