
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সূর্যোদয়ের প্রথম প্রহরে তোপধ্বনী ও সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা শুরু করা হয়। পরে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট দলের প্যারেড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্যারেড ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী ও ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকম, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন। এই সময় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিপিন চন্দ্র রায়, সহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম নুরউদ্দীন, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, খাদ্য বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া, পরিসংখ্যান কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ফাওয়ার সার্ভিস কর্মকর্তা মো. সাবের আহমদ প্রমূখ। এসময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে দেয়া ৬টি স্টল পরিদর্শন করেন।




































