
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বটতলী শাহ্ মোহসেন আউলিয়া (রহ.)-এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।
মাজার জিয়ারত শেষে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়কালে এস এম শাহজাহান বলেন,বর্তমানে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। এই সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনে ‘মোমবাতি’ প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ।”
তিনি সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে সবার সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।
এরপর তিনি বটতলী রুস্তম হাট বাজারে সাধারণ ভোটার ও পথচারীদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং প্রত্যক্ষভাবে মানুষের দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার কথা শোনেন। গণসংযোগকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।
এ সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন শাহজাদা আব্দুল কাদের, চান মিয়া, মাস্টার আবুল হোসাইন, ডিআই জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফাসহ বৃহত্তর সুন্নী জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ওলামায়ে কেরাম।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহান শক্ত অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবেন বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন।





























