
===================================
নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। এ জন্য তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু তাঁর বক্তব্যে বলেন, মান্দার মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। এই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন। মান্দার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তাঁর প্রধান অগ্রাধিকার হবে।
তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মাকে, সহ-সভাপতি একে এম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ, সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম এবং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউল নবী।
সভায় উপস্থিত কেন্দ্রীয় ও জেলা এবং উপজেলা পর্যায়ের নেতারা বলেন, ডা. ইকরামুল বারী টিপু একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ ও জনবান্ধব নেতা। তাঁকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে হবে।





























