
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় আগ্রহ সৃষ্টির লক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ডায়নামিক রেসিডেন্সিয়াল মডেল স্কুলে প্যারেন্টিং কনফারেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৫ জানুয়ারি) অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উৎযাপন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ-২০২৬।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো আফজাল হসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন, মোঃ আব্দুল মতিন সরকার, চেয়ারম্যান বি আর ডি বি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুর রহিম, চেয়ারম্যান ৭নং আউলিয়াপুকুর ইউপি, মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ডা. মনীন্দ্রনাথ রায়, সহকারী অধ্যাপক, হাতীবান্ধা সরকারি কলেজ, লালমনিরহাট, কালিপদ রায়, সহকারী অধ্যাপক, কারেন্টহাট ডিগ্রী কলেজ, মোঃ রাজিউল ইসলাম, প্রভাষক, দারুল ফালাহ্ আলিম মাদ্রাসা এন্ড বিএমটি কলেজ, গৌরাঙ্গ প্রসাদ রায়, প্রভাষক, আমবাড়ি মহিলা কলেজ, প্রদীপ কুমার রায়, প্রধান শিক্ষক, তালপুকুর উচ্চ বিদ্যালয়, মোঃ হাসিম সরকার, প্রধান শিক্ষক, ডায়নামিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল, মোঃ আমীর আলী, খতিব, কারেন্টহাট পুরাতন জামে মসজিদ, মোঃ আমিনুল ইসলাম, সমাজসেবক মহাদানী, মোঃ আশিকুর ইসলাম, ইউপি সদস্য, ৭নং আউলিয়াপুকুর ইউপি, মোঃ আমজাদ হোসেন, ইউপি সদস্য, ৭নং আউলিয়াপুকুর ইউপি।
বিশেষ অতিথির বক্তব্যে মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বলেন, "ভালো শিক্ষা বান্ধব পরিবেশ, সঠিক দিকনির্দেশনা ও অভিভাবকদের সচেতন অংশগ্রহণই শিশুদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
সবার সহযোগিতা ও দোয়ায় ডায়নামিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল আরও এগিয়ে যাক" এমন প্রত্যাশা করেন তিনি।
জমকালো এই আয়োজনের শুরুতে ২০২৫ শিক্ষাবর্ষের সমন্বিত মেধাতালিকা, একাডেমিক সহপাঠ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, কৌতুক, নাটিকা, ফ্যাশন শো ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে মোহাবিষ্ট করে রাখে। সাংস্কৃতিক পরিবেশনা শেষে প্রধান অতিথি মোঃ আব্দুল মতিন সরকার, চেয়ারম্যান বি আর ডি বি সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রতিভাকে বিকশিত করে দেশ ও জাতির কল্যাণে মনোনিবেশ করার আহ্বান জানান। পরিশেষে প্রধান অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও সুন্দর আয়োজনের জন্য প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এসময় সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন।





























