
নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক আবারও কাড়ল প্রাণ। এক হৃদয়বিদারক ঘটনায় মা ও তার চার বছরের শিশুপুত্র বাসচাপায় নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঐ এলাকাধীন দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাস (চট্ট-মেট্রো-১১-১০৭৪) অতিরিক্ত গতিতে ছুটে এসে মহাসড়ক পার হতে থাকা মা-ছেলেকে চাপা দেয়। মুহূর্তেই তাদের মৃত্যু হয়। এ দৃশ্য দেখে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) এবং তার শিশু পুত্র তোকি আহমেদ (৪)। জানা গেছে, আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে তারা মহাসড়কে দুর্ঘটনার শিকার হন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং ঘাতক বাস আটক করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়তই প্রাণহানি ঘটছে। দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
#আলোকিত সকাল/ফাহাদ





























