
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:ঢাকামুখী বিএনপি নেতাকর্মীরা,পঞ্চগড় থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।তার আগমন উপলক্ষ্যে পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী। যাত্রায় সড়ক যানের পাশাপাশি যুক্ত করা হয়েছে বিশেষ ট্রেনও।পঞ্চগড় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি দেশে ফেরাকে তারা নতুন প্রত্যাশা ও আশার আলো হিসেবে দেখছেন। এ উপলক্ষে জেলায় প্রস্তুতি সভা, মতবিনিময় ও সাংগঠনিক কর্মসূচি জোরদার করা হয়েছে।এদিকে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পঞ্চগড় জেলা থেকে প্রায় পাঁচ থেকে সাত হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে।জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপি-র নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমরা অধীর আগ্রহে তারেক রহমানের অপেক্ষায় আছি। বাসে-ট্রেনে করে জেলার প্রতিটি ইউনিট থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকায় যাবেন। দীর্ঘ ফ্যাসিবাদের নিপীড়ন সহ্য করে তিনি অবশেষে দেশে ফিরছেন, এই ঐতিহাসিক প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।”এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় শহরে স্বাগত মিছিল করেছে জেলা ছাত্রদল। মিছিলে ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’—এমন নানা স্লোগান দেন কর্মীরা। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, ছাত্রদলের ৪৩টি ইউনিটের দায়িত্বশীলরা সশরীরে উপস্থিত হয়ে প্রিয় নেতাকে বরণ করবেন।তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির তৃণমূল পর্যায়েও ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, তৃণমূলের অসংখ্য নেতাকর্মী সুশৃঙ্খলভাবে এই স্মরণীয় আয়োজনের অংশীদার হতে ঢাকায় উপস্থিত থাকবেন।এ বিষয়ে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার (এন্টেন ভারপ্রাপ্ত) জায়েদুল ইসলাম জাহিদ জানান, আগামী ২৪ ডিসেম্বর রাত ৮টায় পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটিতে চারটি শোভন চেয়ার কোচ ও একটি পাওয়ার কার থাকবে, যেখানে মোট ৪২০টি আসন রয়েছে।তিনি আরও জানান, একই ট্রেনটি ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ফিরতি যাত্রা করবে। যাত্রীদের নিয়মিত ভাড়ার ভিত্তিতেই এই ট্রেনে যাতায়াত করতে হবে। টিকিট বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবে বিষয়টি সম্পর্কে আগামীকাল বিস্তারিত জানানো হবে।





























