
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-কুরআন একাডেমিক স্কুলে শিশু বিভাগে কুরআন ছবক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) অত্র প্রতিষ্ঠানের হিফজ খানার হল রুমে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের দ্বীনি শিক্ষক হাফেজ রাকিবুল ইসলামের সঞ্চালনায় এ কুরআন ছবক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত (সার্জেন্ট) তাজুল ইসলাম রব্বানী।
এসময় আরো উপস্থিত ছিলেন গনিত শিক্ষক জাহাঙ্গীর ইসলাম,ইংরেজি শিক্ষক শফিকুল ইসলাম, দ্বীনি শিক্ষক হাফেজ শফিউর রহমান,হাফেজ রবিউল ইসলাস, সহ প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
বক্তব্য কালে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন আল কোরআন ই হচ্ছে একমাত্র মানবজাতির জীবন ব্যবস্থা। মানবজাতি যতদিন পর্যন্ত যথাযথভাবে পবিত্র কুরআন আঁকড়ে ধরতে না পারবে তাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ও পারিবারিক জীবনে কোরআনকে ফয়সালাকারী হিসেবে না মানবে ততদিন পর্যন্ত তাদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে কোন শান্তি পরিলক্ষিত হবে না। তাই সমাজের এ হানাহানি মারামারি খুনাখুনি দখলদারি চাঁদাবাজি ও লুণ্ঠন থেকে রক্ষা পেতে হলে সমাজের প্রতিটা স্তরে আল কোরআনকে সংবিধান হিসেবে মেনে চলতে হবে । আজকের কোমলমতি শিশুরা কুরআন শিখে তাদের ব্যক্তিগত জীবনকে কুরআনের আলোয় আলোকিত করবে এই প্রত্যাশা আমরা করছি।
অভিভাবকরা বলেন ধুনটে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুল একটা প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের সকল শ্রেণীর শিক্ষার্থীদেরকে কুরআন শিক্ষা





























