
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া ধুনট উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) ধুনট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা ইছামতী হল রুমে দিবস টি উপলক্ষে আলোচনাসভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা , অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শিল্পি আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নিলুফা ইয়াসমিন, সফল জননী রওশনারা বেগম প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, শিক্ষক,শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।
বক্তারা বলেন, বেগম রোকেয়া জমিদার ঘরে জন্মগ্রহণ করেও কষ্ট কে স্বীকার করে নিজে শিক্ষিত হয়েছেন এবং নারী সমাজকে পথ দেখিয়েছেন। ধারিবাহিকতায় বাংলাদেশের নারীরা এখন শিক্ষা দীক্ষা সহ চাকুরী ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। কিন্তু ব্যবসা বাণিজ্য সহ চ্যালেঞ্জিং পেশায় নারী উদ্যোক্তা'র সংখ্যা তুলনামূলক কম।



































