
ধুনট (বগুড়া) প্রতিনিধি
ঈদ উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় ৭০টি দুস্থ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) নামের একটি বেসরকারি সংস্থা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর ধুনট উপজেলা শাখা কার্যালয়ে এই খাবার সামগ্রী বিতরণ করেন।
বিজ সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় খাবার সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজের উপ-সহকারী পরিচালক শাহী মাছুমা আখতার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন ধুনট পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নান, বিজের সাব জোনাল ম্যানেজার মনোয়ার হোসেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান, ম্যানেজার আনোয়ার জাহিদ ও শাখা ম্যানেজার সোহেল রানা। আলোচনা শেষে দুস্থ পরিবারের হাতে খাবার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও আশিক খান। ঈদের আগে খাবার সামগ্রী পেয়ে খুশি দুস্থ পরিবারের সদস্যরা।





























