
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) ১১ ঘটিকায় উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতিলতা বর্মন ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি)আতিকুল ইসলাম , উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম,
উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী,ধুনট পল্লী বিদ্যুৎ ডিজিএম কামাল পাশা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষিতে ধুনট উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।



























