
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়নে রাস্তার কাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৫ জানুয়ারি ) দুপুরে পাইকপাড়া থেকে ব্রহ্মগাছা বাজার পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার গুরুত্বপূর্ণ একটি সড়কে ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারণে জনদুর্ভোগ চরমে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সড়কটির সংস্কার কাজ শুরু হয় ২০২২ সালের ২৫ জুনে,
৩০ শে জুন ২০২৫ ইং সালের মধ্যে কাজ শেষ করার মেয়াদকাল দেওয়া থাকলেও রাস্তার সংস্কার কাজের কোন অগ্রগতি লক্ষ্য করা যায়নি । দীর্ঘদিন যাবত সংস্কার এর নামে সংস্কার কাজের পাথর ও খানাখন্দে ভরা, অবস্থায় রেখে গেছে (মেসার্স জামিল ইকবাল ) ঠিকাদার প্রতিষ্ঠান ।
ফলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যাউয়ার উপক্রম হয়েছে । এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী যান ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে রাতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। রাস্তার ধুলাবালিতে শিশু শিক্ষার্থীরা অসুস্থতায় ভুগছে।
অটোভ্যান চালকরা জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে স্বাভাবিকভাবে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে, যার ফলে সময়মতো যাত্রী ও পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছে না। শুধু চলাচলের দুর্ভোগই নয়, আর্থিকভাবেও মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন তারা।
চালকরা আরও বলেন, ভাঙাচোরা ও খানাখন্দে ভরা রাস্তায় চলাচলের কারণে ২–৩ মাস পরপরই অটোভ্যানের টায়ার পরিবর্তন করতে হচ্ছে। এতে বাড়তি খরচ বেড়ে যাচ্ছে, যা তাদের সীমিত আয়ের সঙ্গে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে তাদের জীবিকা নির্বাহ আরও অনিশ্চিত হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও রাস্তা সংস্করের কাজের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান আলী সরকার,গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ধনুট উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান সরকার,
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইমরান ফারহান বলেন, এই সড়ক সংস্কারের কাজের যে জটিলতা ছিল তা এখন কেটে গেছে। খুব দ্রুত কাজ শুরু হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত টেকসইভাবে সড়কটি সংস্কার করা হলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং জনদুর্ভোগ কমবে।





























