
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ার ১০ গ্রাম হেরোইনসহ হযরত (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে পৌনে ১১টার দিকে আদমদীঘি থানাধীন সান্তাহার নতুন বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযানে পরিচালিত করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার নতুন বাজার এলাকার মৃত ছোলেমান আলীর ছেলে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলার ‘খ’ সার্কেলের এবং বাংলাদেশ সেনাবাহিনীর নওগাঁ ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নিজামের নেতৃত্বে ২০ জন সেনা সদস্যের সমন্বয়ে ভাড়াকৃত যানবাহনে অভিযান চালিয়ে হযরতকে তার নিজ দখলীয় চার কক্ষবিশিষ্ট সেমিপাকা বাড়ি থেকে গ্রেফতার করে।
এসময় হযরতকে তল্লাশিকালে তার পরিহিত কালো জ্যাকেটের পকেট থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়াও তার কাছ থেকে বিভিন্ন মানের বাংলাদেশি নগদ ১৬ হাজার টাকা এবং সিমসহ দুইটি সিম্ফনি জিডিএল ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





























