
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার ছয়টার দিকে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল জেলার শিবগঞ্জ থানাধীন সাব্বিজান মোরস্হ পুলিশ বক্সের সামনে মোকামতলা থেকে সোনাতলা যাওয়ার পথে Shahen–Shawon নামের নামের একটি যাত্রিবাহী বাসে অভিযান পরিচালনা করে।
এসময় বাসটির G–2 সিটে বসা মাদক কারবারির দেহ তল্লাশি করে ডিএনসির টিম তল্লাশিকালে তার পরিহিত জ্যাকেটের পকেট থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি জেলার সোনাতলা থানাধীন মধুপুর ইউপির ফুলবাড়িয়া গ্রামের মৃত: জোবেদ আলী প্রামানিকের ছেলে মুনজুল হক (৪৫),
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান,"গ্রেফতারকৃত মুনজুল একজন সক্রিয় মাদক কারবারি। দীর্ঘদিন ধরে অভিনব কায়দায়
তার বিস্তৃত এলাকায় ইয়াবা বিতরণের করে আসছিল। আমরা সাধারণ মানুষকে জানাতে চাই যে, এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই—সমাজকে মাদকমুক্ত করা। জনসাধারণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।"
তিনি সরাসরি মাদক কারবারিদের উদ্দেশ্যে জানান,"আমি স্পষ্টভাবে জানাতে চাই—যে কোনো ধরণের মাদক ব্যবসা ধৈর্যসহকারে পরিচালনা করতে চেষ্টা করলে আমরা কঠোর ব্যবস্থা নেব। যারা সমাজকে ক্ষতি করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা যতই চেষ্টা করুন, ডিএনসি আপনারা ধরতে দেরি করবে না।"
তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির এই চৌকস কর্মকর্তা।





























