
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএনসি বগুড়ার উদ্যোগে বগুড়া জেলার সোনাতলা থানাধীন সোনাতলা কামারপাড়া এলাকায় মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনসাধারণ, দোকানদার, পথচারী ও তরুণদের মাঝে মাদকের ভয়াবহতা, আইনগত পরিণতি এবং সামাজিক ক্ষতির বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জিললুর রহমান বলেন,“মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়—জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি পরিবার, প্রতিটি অভিভাবক এবং তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন,“ডিএনসি নিয়মিতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচিও চালিয়ে যাচ্ছে। যারা তরুণদের মাদকাসক্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো মাদক কারবারি বা সহায়তাকারীকে ছাড় দেওয়া হবে না।”
উপপরিচালক জিললুর রহমান জানান,“মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।”
স্থানীয় বাসিন্দারা ডিএনসির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত হলে নতুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।
ডিএনসি সূত্র জানায়, মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য—এই প্রত্যয় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।





























