
আ বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা।
গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম-এর কাছ থেকে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ হবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, "গত ১৭ বছর ধরে আমাদের যেমন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি, তেমনি দেশের জনগণও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃত জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে বলে আমরা আশা করি"।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।
নির্বাচনকে ঘিরে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনেই বাড়ছে রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী আমেজ। বিশেষ করে শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতাদের সরাসরি অংশগ্রহণের খবরে সাধারণ ভোটারদের মাঝেও কৌতূহল ও আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে।
এদিকে প্রার্থীরা তাদের প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনেও আগামী দিনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে রাজনৈতিক মহল মনে করছেন।





























