
মোঃ সম্রাট আলী, দৌলতপুর
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মীয় ও শিক্ষামূলক পরিবেশে আল আকসা নূরানী মাদ্রাসার শুভ উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে মাদ্রাসার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১জানুয়ারি) সকাল ১০ টার সময় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পুরাতন আমদহ তেঁতুল তলা এলাকায় আল আকসা নূরানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
আল আকসা নূরানী মাদ্রাসার উপদেষ্টা নাসির উদ্দিন আহাম্মেদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার মুহতামীম হযরত মাওলানা সামসুল হক, বিশেষ অতিথিরা ছিলেন ভেড়ামারা তালতলা মাদ্রাসার মুহতামীম হযরত মওলানা লিয়াকত আলী, আল্লারদর্গা বাইতুল নূর আদর্শ মহিলা মাদরাসার মুহতামীম মাওলানা ইব্রাহিম খলিল সাহেব।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টার মুন্ডলীর সদস্য হাজী মোঃ আতাহার আলী, আব্দুল বারী, আকবর হোসেন মেম্বর , মাদ্রাসার সভাপতি হাজী মোঃ মোকাব্বার হোসেন, সহসভাপতি হাজী মোহাম্মদ ইয়াসিন জোয়াদ্দার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নৈতিকতা ও আদর্শবান জাতি গঠনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। কোরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার মাধ্যমে শিশু-কিশোরদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নূরানী মাদ্রাসাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আল আকসা নূরানী মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা কামনা করেন।
বক্তারা আরও বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা নিশ্চিত হলে সমাজ থেকে নৈতিক অবক্ষয় দূর হবে এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে। এ জন্য অভিভাবকদের সন্তানদের দ্বীনি শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক , শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে আল আকসা নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।





























