
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”—এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যে দিয়ে
বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলার কার্যালয় অংশগ্রহন করেন।
এসময় একটি র্যালি বগুড়া শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র্যালিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজ এবং সচেতন নাগরিকরা অংশ নেন। হাতে থাকা ব্যানার-ফেস্টুন ও স্লোগানে ফুটে ওঠে দুর্নীতি ও মাদকবিরোধী অঙ্গীকার।
র্যালি শেষে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান।
উপপরিচালক জিললুর রহমান বলেন,“দুর্নীতি শুধু একটি অপরাধ নয়, এটি একটি জাতির নৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়। যে সমাজে দুর্নীতি স্বাভাবিক হয়ে দাঁড়ায়, সে সমাজে আইন, ন্যায়বিচার ও মানবিকতা মুখ থুবড়ে পড়ে। আজকের তরুণ প্রজন্ম যদি এই দুর্নীতির বিরুদ্ধে সাহসী না হয়, তাহলে আগামীর বাংলাদেশ হবে প্রশ্নবিদ্ধ।”
তিনি আরও বলেন,“তারুণ্য মানেই শক্তি, তারুণ্য মানেই প্রতিবাদ। রাষ্ট্রের প্রতিটি প্রাতিষ্ঠানিক দুর্বলতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দায়িত্ব তরুণদের। শুধু মাদক নয়, দুর্নীতিও সমাজকে ধ্বংসের চূড়ান্ত পথে নিয়ে যায়। এই দুই অপশক্তির বিরুদ্ধে একযোগে লড়াই না করলে উন্নয়ন কখনো টেকসই হবে না।”
উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুধু আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করছে না, বরং একটি সচেতন সমাজ গঠনের দায়িত্বও পালন করছে। তরুণদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পারলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। আজ যারা ছাত্র, তরুণ—আগামী দিনে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। তাই এখনই শুদ্ধতার চর্চা শুরু করতে হবে।”
তিনি উপস্থিত তরুণদের উদ্দেশে বলেন,“ঘুষ না দেওয়া, অন্যায়কে ‘না’ বলা এবং সত্যের পক্ষে দাঁড়ানো—এই তিনটি অভ্যাস যদি তরুণ সমাজ গড়ে তোলে, তাহলে দুর্নীতি আপনাতেই পরাজিত হবে। আইন একা কিছু করতে পারে না, সমাজের সম্মিলিত প্রতিবাদই দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলার ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ, ছাত্রছাত্রী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





























