
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে হাইওয়ে পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১১টায় শেরপুর হাইওয়ে থানা ভবনে ঐ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ানের সভাপতিত্বে ও হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিশির চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
বক্তব্যে তিনি বলেন- পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মহাসড়কের পাশে কোরবানির পশুরহাটের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে ও মহাসড়কে নির্বিঘ্নে সর্বসাধরণ এবং যানবাহন-চলাচল সচল রাখতে হাইওয়ে পুলিশের সকল প্রকার কার্যকর ভূমিকা থাকবে। এব্যাপারে পুলিশকে সকলের সর্বাত্মক সহযোগীতা প্রয়োজন। বড়-বাজারগুলোতে যানজট নিরসনে মহাসড়কের পাশের ফুটপাতের দোকানের ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
মহাসড়কে নেশাজাতীয় দ্রব্য-মাদক, অবৈধভাবে চিনি সহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে সর্বদা হাইওয়ে পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে এবং থাকবে। স্মাগলিংয়ের খবর পেলে পুলিশকে সকলে তথ্যদিয়ে সহযোগীতা করবেন। এছাড়াও তিনি বাস-ট্রাক গাড়ির মালিকদের উদ্দ্যেশ্যে- দুর্ঘটনা রোধে যথাযথ আইন মেনে মহাসড়কে গাড়ি সু-শৃঙ্খলভাবে পরিচালনা করতে এবং গাড়ির সকল প্রকার কাগজপত্র সচল রাখতে আহ্বান জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন- দুর্ঘটনা রোধে, মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশ সবসময় বদ্ধপরিকর। মাদক একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। মাদকের টাকা খাইলে, আপনার সন্তান মাদকাসক্ত হবে। তাই এগুলোকে না বলি। আপনি বেঁচে থাকলে আগামীর ঈদে আপনার সন্তানকে সুন্দর একটি জামা কিনে দিতে পারবেন। তাই দুর্ঘটনা রোধে সবসময় সচেতনতা অবলম্বন করুন।
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন- শেরপুর হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের আহ্বায়ক, দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা বিএনপি নেতা আলী আজগর ফয়েজ, ব্যবসায়ী শাহ এহিয়া আহমেদ, শ্রমিক নেতা জাহাঙ্গির খাঁন, সাংবাদিক আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার জেলা ছাত্রদল নেতা শেখ সাহেদ মিয়া, সাংবাদিক রিপন আহমদ প্রমুখ।
উপস্থিত সকলেই হাইওয়ে পুলিশের ভূয়সী প্রশংসা করে শেরপুর হাইওয়ে থানা এলাকাধীন স্কুল এন্ড কলেজ রোডে দুর্ঘটনা কবলিত গাড়ি না রাখা, মহাসড়ক এলাকাধীন বাজারগুলোতে যথাযথ জাগায় গাড়ি পার্কিং ব্যবস্থা নিশ্চিতকরণ, জনগুরুত্বপূর্ণ এলাকা হিসেবে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ট্রাফিক বসানো, যত্রতত্র অবৈধ ভাসমান স্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, মহাসড়কে যত্রতত্র খানাখন্দের দূরীকরণ, মহাসড়কের বিভিন্ন জায়গায় কালভার্ট-সেতু নির্মাণের কাজে ট্রাক গাড়ি দিয়ে বালু পরিবহন শেষে মহাসড়ক থেকে দুর্ঘটনারোধে বালু অপসারণ, মাদক নির্মুলে যথাযথ ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহবান জানান
আলোকিত সকাল/ ফাহাদ





























