
গত ২০ এপ্রিল, রবিবার ইস্ট লন্ডনের একটি হলে ফেনী সমিতি ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী, মতবিনিময় সভা ও বৈশাখী মেলা। উৎসবমুখর এই আয়োজনে প্রবাসী ফেনীবাসীরা একত্রিত হয়ে এক প্রাণবন্ত মিলনমেলার সৃষ্টি করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব বিপ্লব হোসেন মহি এবং সঞ্চালনায় ছিলেন নজরুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সমিতি ইউকের সাবেক সভাপতি ও ট্রাস্টি জনাব কুতুবুদ্দিন হাজারী, সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাস্টি জাহাঙ্গীর ফিরোজ। অন্যান্য ট্রাস্টিদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব মোহাম্মদ নাসির উদ্দিন, জসিম হোসেন, মিজানুর রহমান পাটোয়ারী ও মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন সহ-আহ্বায়ক ও ট্রাস্টি মো. ফেরদৌস বিন জামান, আফসার উদ্দিন, আব্দুর রহিম, কাজী গোলাম সরোয়ার, মোজাম্মেল হক, মোতাহের হোসেন ফরহাদ, তৌহিদুল আলম মজুমদার, ইমতিয়াজ আজিম এবং কাজী আলমগীর হোসেন।
এতে আরও অংশ নেন আইয়ুব, রিয়াদ, সেলিম, আশরাফুল, জুনিয়র রিয়াদ, সানি, রুবায়েত, দাউদ, তুহিনসহ অনেক প্রবাসী ফেনীবাসী।
প্রায় সাড়ে চারশো অতিথি একত্রে দুপুরের খাবার গ্রহণ করেন, যা অনুষ্ঠানের এক স্মরণীয় অংশ হয়ে ওঠে।
বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মহিলাদের জন্য বিভিন্ন গেমস আয়োজন অনুষ্ঠানে আনন্দের নতুন মাত্রা যোগ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
এই আয়োজন প্রমাণ করে, দূর প্রবাসেও প্রিয় জন্মভূমির সংস্কৃতি, বন্ধন ও ঐক্য কতটা গভীরভাবে ধারণ করে চলেছেন প্রবাসীরা।







































