
ফেনী সমিতি ইউকে'র নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ২১ মার্চ ২০২৫ ইং জনাব কুতুব উদ্দিন হাজারীর সভাপতিত্বে কার্যকরী কমিটির একটি জরুরী সভা আয়োজন করা হয়। উক্ত সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ। সভায় সর্বসম্মতিক্রমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়; যা একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর এই মর্মে- জনাব বিপ্লব হোসেন মহিকে প্রধান আহবায়ক এবং নজরুল ইসলাম বিপ্লবকে সদস্য সচিব মনোনীত করে নিম্নোক্ত কমিটি গঠন করা হয় :
প্রধান আহ্বায়ক :
জনাব বিপ্লব হোসেন মহি
সদস্য সচিব :
জনাব নজরুল ইসলাম বিপ্লব
সহ-আহ্বায়ক :
জনাব ফেরদৌস বিন জামান
জনাব আফসার উদ্দিন
কাজী তোহিদুর রহমান আরজু
জনাব আব্দুর রহিম মামুনুল হক কাইয়ুম
জনাব মামুন আব্দুল কাইয়ুম
কাজী গোলাম সারোয়ার
জনাব দিদারুল আলম
জনাব মোজাম্মেল হক
জনাব মনির আহাম্মেদ
জনাব মোতাহের হোসেন ফরহাদ
জনাব তহিদুল আলম মজুমদার
জনাব ইমতিয়াজ আজিজ
কাজী মোহাম্মদ আলমগীর হোসেন
উপরোক্ত আহবায়ক কমিটি ফেনী সমিতি ইউকে'র নির্বাচিত কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণের পূর্ব মুহূর্ত পর্যন্ত সমিতির কার্যক্রম পরিচালনা করবে। আহবায়ক কমিটির অন্যতম দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য কমিশনকে সার্বিক সহযোগিতা সমর্থন প্রদান।







































