
বিশেষ প্রতিনিধি ফেনী মডেল থানাধীন এলাকায় সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজির রোড এলাকায় টিকটক গলির মুখে নুর নাহার মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় এমরান হোসেন ওরফে মারুফ (২০) ধারালো অস্ত্র দিয়ে মো. মাসুদ হাসান (১৮)-কে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় রাইমান ইসলাম রায়াত (১৮) বটি দিয়ে মো. ইফরান হোসেন ইয়াফি (১৯)-কে গুরুতর জখম করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদ হাসানকে মৃত ঘোষণা করেন। আহত ইফরান হোসেন ইয়াফিকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহতের মা সুমি আক্তারের লিখিত অভিযোগের ভিত্তিতে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৬৪/২০২৬) রুজু করা হয়।মামলার তদন্তের ধারাবাহিকতায় এসআই (নিঃ) ওয়ালি উল্যাহর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে নাজির রোড এলাকা থেকে রাইমান ইসলাম রায়াতকে এবং একই দিন সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে ট্রাংক রোড এলাকা থেকে এমরান হোসেন ওরফে মারুফকে গ্রেপ্তার করে।জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এর মধ্যে রাইমান ইসলাম রায়াত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি বটি এবং রক্তমাখা এক জোড়া প্লাস্টিকের জুতা উদ্ধার করে জব্দ করেছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


























